ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মনোনয়ন ফরম নেওয়ার আগেই ছাত্রদল নেতার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:৫৮, ১৮ আগস্ট ২০২৫
মনোনয়ন ফরম নেওয়ার আগেই ছাত্রদল নেতার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কবি জসিমউদদীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের বিরুদ্ধে। 

সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মিছিল ও স্লোগান দিতে দিতে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন তিনি। মনোনয়ন সংগ্রহের পরও তারা সিনেট ভবনের তৃতীয় তলায় একই স্লোগান দেয়। যা নিয়ে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

আরো পড়ুন:

ডাকসুর আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী মনোনয়নপত্র তোলার সময় ও জমা দেওয়ার সময় কোনো মিছিল কিংবা শোডাউন করতে পারবেন না। এছাড়াও, এ সময় সঙ্গে সর্বোচ্চ পাঁচজন সমর্থক থাকতে পারবে বলে আচরণবিধিতে উল্লেখ রয়েছে। 

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মিছিলে তারা প্রায় ৫০ থেকে ৬০ জনের মতো নেতাকর্মী ছিল। তারা ‘নব্বইয়ের হাওয়া, এখনো বহমান’, ‘আমার ভাই তোমার ভাই, হামিম ভাই হামিম ভাই’ ইত্যাদি স্লোগান দেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য ড. গোলাম রব্বানী বলেন, “এটি সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। আমরা তাদের অনুরোধ জানাবো, তারা যেন আগামীতে এটি আর না করে।”

অভিযোগের বিষয়ে তানভীর বারী হামিম বলেন, “ছাত্রলীগ আমলে শিক্ষার্থীরা মনের ভাব প্রকাশ করতে পারেনি। দীর্ঘদিন পর ডাকসুর উৎসবমুখর পরিবেশে তাদের আনন্দের বহিঃপ্রকাশে এই মিছিল।”

আচরণবিধি নিয়ে তিনি বলেন, “আমরা রিটার্নিং কর্মকর্তার রুমে নিয়ম মেনে পাঁচজনই প্রবেশ করেছি। সেখানে কোনো স্লোগানের ঘটনা ঘটেনি। কাগজ-কলমে অনেক কিছুই লেখা থাকে। তবে শিক্ষার্থীরা এটা করেছে তাদের আনন্দের জায়গা থেকে।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়