ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসুর নির্বাচন: উমামা ফাতেমার প্যানেল ঘোষণা মঙ্গলবার

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ১৮ আগস্ট ২০২৫   আপডেট: ২০:০৪, ১৮ আগস্ট ২০২৫
ডাকসুর নির্বাচন: উমামা ফাতেমার প্যানেল ঘোষণা মঙ্গলবার

নানা অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ইস্তফা দেওয়া সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে।

সে লক্ষ্যে একটি স্বতন্ত্র প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামীকাল মঙ্গলবার প্যানেল ঘোষণা করবেন বলে জানান তিনি।

আরো পড়ুন:

সোমবার (১৮ আগস্ট) শেষ দিনে ডাকসু নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন উমামা। 

স্বতন্ত্র এই প্যানেল থেকে তিনি লড়বেন সহসভাপতি (ভিপি)পদে। তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ঢাবি সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন বলে জানা গেছে। 

উমামা ফাতেমা বলেন, “আমরা যোগ্যতা দেখে আগামীকাল (মঙ্গলবার) প্যানেল ঘোষণা করব। আমাদের ডাকসু প্যানেল হবে শিক্ষার্থীবান্ধব।”

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারীদের অন্যতম উমামা ফাতেমা। তবে সম্প্রতি সহযোদ্ধাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তিনি সংগঠনটি থেকে সরে যান।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়