ডাকসুর ভিপি পদে লড়বেন বিপ্লবী ছাত্র পরিষদের আবদুল ওয়াহেদ
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়বেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ।
সোমবার (১৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন তিনি।
ডাকসুতে নির্বাচন করার ব্যাপারে আবদুল ওয়াহেদ বলেন, “বিপ্লবী ছাত্র পরিষদ একটি মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে। মুসলিম জাতীয়তাবাদের নেতারাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন।”
তিনি বলেন, “আমার নির্বাচনী ইশতেহারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দিতে চাই। প্রথমটি হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। দ্বিতীয়টি হলো- ঢাবির শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়ন। এ বিষয়ে বিস্তারিত আমার ইশতেহারে তুলে ধরা হবে।
তিনি আরো বলেন, “মুসলিম জাতীয়তাবাদকে পুনরায় প্রতিষ্ঠিত করা লক্ষ্যে ডাকসুকে ক্যাম্পেইন হিসেবে নিচ্ছি। আমি মুসলিম জাতীয়তাবাদের আদর্শকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই। পাশাপাশি আমি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দল, সাদা দলসহ যত ধরনের দলীয় লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতি রয়েছে, তা বন্ধ করার পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ভোট ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এছাড়া বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান কেন্দ্রীয় সংসদে নির্বাচন করছেন।
ঢাকা/সৌরভ/মেহেদী