ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাকসু নির্বাচন: দুইদিনে ৩২৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ১৯ আগস্ট ২০২৫   আপডেট: ২২:১৪, ১৯ আগস্ট ২০২৫
জাকসু নির্বাচন: দুইদিনে ৩২৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ

ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য দুইদিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৩২৮ জন প্রার্থী।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা যায়। এরপর নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম দ্বিতীয় দিনের তথ্য প্রকাশ করেন।

আরো পড়ুন:

তিনি বলেন, “মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে জাকসুর কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে ৪৭ জন এবং হল সংসদ নির্বাচনের জন্য মোট ১৫৫ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া গতকাল প্রথম দিনে জাকসুর কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মোট ৪৭টি এবং হল সংসদ নির্বাচনের জন্য মোট ৮৬টি মনোনয়ন সংগ্রহ করেন প্রার্থীরা। সে হিসেবে কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচনে মোট ৩২৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।”

তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বৃদ্ধি করেছি। আমরা আশা করছি, আগামী বৃহস্পতিবার মনোনয়ন সংগ্রহের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। সুষ্ঠু জাকসু নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

বিশ্ববিদ্যালয়ের তফসিল অনুযায়ী ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিত মনোনয়ন সংগ্রহের সময় একদিন বৃদ্ধি করে নির্বাচন কমিশন।

বুধবার (২০ আগস্ট) ’আখেরী চাহার সোম্বা’র কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় মনোনয়ন সংগ্রহ এবং জমাদানের শেষ দিন আগামী বৃহস্পতিবার।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়