ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদত্যাগের কারণ জানালেন বাগছাসের যুগ্ম-আহ্বায়ক নাজমুল

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২১ আগস্ট ২০২৫  
পদত্যাগের কারণ জানালেন বাগছাসের যুগ্ম-আহ্বায়ক নাজমুল

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল ইসলাম পদত্যাগ করেছেন।

বুধবার (২০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। পদত্যাগের পর রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় তাঁকে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

আরো পড়ুন:

ওই পোস্টে নাজমুল লিখেছেন, “আমি মো. নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টায় জাকসু নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন।

নাজমুল বলেন, “দলের কতিপয় নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, স্বজনপ্রীতি এবং দায়িত্ব বণ্টনে স্বজনকেন্দ্রিকতার অভিযোগ রয়েছে। এসব কারণে হতাশ হয়ে আমি পদ ছাড়তে বাধ্য হয়েছি।

তিনি আগামী জাকসু নির্বাচনে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অথবা অন্য কোনো প্যানেলে থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখার সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম বলেন, “কে যোগ্য, তা নির্ধারণ করবে সংগঠন। যোগ্যদেরই প্যানেলে রাখা হয়েছে। আমাদের কমিটিতে ৬০ জন সদস্য আছেন, অথচ জাকসুতে পদ মাত্র ২৫টি। তাই সবাইকে রাখা সম্ভব নয়। যাদের যোগ্য মনে হয়েছে, সংগঠন তাদেরকেই মনোনীত করছে। আমরা এখনো তার লিখিত পদত্যাগপত্র পাইনি। হাতে পেলে সংগঠন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।”

স্বজনপ্রীতি ও ত্যাগী নেতাদের অবমূল্যায়নের বিষয়ে তিনি বলেন, “স্বজনপ্রীতির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি হয়নি। যোগ্যদের যোগ্য জায়গায় রাখা হচ্ছে।”

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়