ডাকসু নির্বাচন: হল সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন দুই ভাই
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাই।
এর মধ্যে আবু উবাইদা আব্দুল্লাহ খন্দকার সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ও মুসআব আব্দুল্লাহ খন্দকার সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা উভয়েই আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এজিএস পদে প্রার্থী হওয়া আবু উবাইদা জুলাই অভ্যুত্থানের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ছিলেন। এছাড়া জহুরুল হক হল অ্যারাবিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হল কুইজ ক্লাবের সহ-সভাপতি হিসেবে নিযুক্ত আছেন।
সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা মুসআব আব্দুল্লাহ খন্দকার ক্যাম্পাস জীবনের শুরু থেকেই কুইজ ক্লাব, সাহিত্য সংসদ, বিএনসিসিসহ বিভিন্ন ধরণের এক্সট্রা-কারিকুলা অ্যাক্টিভিটিজের এর সঙ্গে যুক্ত ছিলেন।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির জয়েন্ট সেক্রেটারি ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
মুসআব আব্দুল্লাহ খন্দকার বলেন, “জুলাই বিপ্লবের পূর্ববর্তী সময়ে ঢাবির হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য-সংস্কৃতিসহ বিভিন্ন এক্সটা-কারিকুলার এক্টিভিটিজ বা ইন্টেলেকচুয়াল কিছু নিয়ে কাজ করার আগ্রহ ছিল খুবই কম। কারণ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের প্রতিটি শিক্ষার্থীকে গণরুমে থেকে সপ্তাহের প্রায় প্রতিটি দিন ছাত্রলীগের বাধ্যতামূলক গেস্টরুম, প্রোগ্রাম, মিছিল মিটিংয়ে হাজিরা দিয়ে জাস্ট একাডেমিক লাইফে কনসেনট্রেশন রাখাই ছিল অনেক কষ্টসাধ্য ব্যাপার।”
তিনি বলেন, “একটা সময় এই হল থেকে কবি হেলাল হাফিজের মত প্রখ্যাত সাহিত্যিকরা নিজেদের অসাধারণ সব সাহিত্যিকর্ম রচনা করে গেছেন, এটাই হয়তো অনেক শিক্ষার্থী জানে না। আমি চেষ্টা করবো, হলের প্রতিটি বর্ষের শিক্ষার্থীই যেন একাডেমিকের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে, জহুরুল হক হলের জন্য সুনাম বয়ে আনতে পারে।”
মুসআব ও আবু উবাইদা উভয়েই ২০২০-২১ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিক্ষায় বি ইউনিট থেকে একই মেরিট স্কোর ও পাশাপাশি মেধাক্রম নিয়ে আরবি বিভাগে ভর্তি হন।
ঢাকা/সৌরভ/মেহেদী