ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্মীয় প্রতিষ্ঠানে ডাকসুর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ২১:১৭, ২৩ আগস্ট ২০২৫
ধর্মীয় প্রতিষ্ঠানে ডাকসুর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীরা প্রচারের কাজে ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবেন না।

শনিবার (২৩ আগস্ট) ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে ‘আচরণবিধির আওতায় নির্দেশনা’ শীর্ষক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী/প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাসে এবং আবাসিক হলে আগামী ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত ব্যক্তি অথবা সাংগঠনিক পরিচয়ে প্রচার কার্যক্রম চালাতে পারবে।

ইতোমধ্যে জানানো হয়েছে, প্রচারকাজ চালানোর নির্ধারিত দিনগুলোতে সামাজিক/আর্থিক/সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই দিনগুলোতে প্রার্থী/প্রার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বা হলে মজলিস-মাহফিল আয়োজন করা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে/প্রাঙ্গণে প্রচার কার্যক্রম করা যাবে না।

এগুলো স্পষ্টত নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং এ ক্ষেত্রে ‘নির্বাচন আচরণ বিধিমালা’ ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচ্য হবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়