ঢাকা     শনিবার   ১৫ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফাঁকা আসনে ভর্তি নেবে বেরোবি, বিজ্ঞপ্তি প্রকাশ

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২৪ আগস্ট ২০২৫  
ফাঁকা আসনে ভর্তি নেবে বেরোবি, বিজ্ঞপ্তি প্রকাশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ২৯টি ফাঁকা আসন পূরনের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেরোবি প্রশাসনের অনুমোদনক্রমে জিএসটি গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৯টি শূন্য আসন পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://brur.ac.bd) প্রকাশিত তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ ও ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নেওয়া হবে।

‘এ’ ইউনিটের প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অফিস, ‘বি’ ইউনিটের কবি হেয়াত মামুদ ভবনের দ্বিতীয় তলায় কলা অনুষদের ডিন অফিস এবং ‘সি’ ইউনিটের প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাপ্ত বিষয় ২৭ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://brur.ac.bd/admission/undergraduate) প্রকাশ করা হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ২৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যেসব শিক্ষার্থী উল্লিখিত তারিখে স্ব-শরীরে উপস্থিত হতে পারবে না, তারা পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবে না।

সাক্ষাৎকারের সময় অবশ্যই পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্রের মূল কপি, এসএসসি ও এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্রের মূল কপি, শিক্ষার্থীদের এনআইডি (না থাকলে জন্ম নিবন্ধন সনদ) কার্ডের মূল কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।

বিজ্ঞপ্তিতে ‘নিম্নোক্ত তালিকার’ শিক্ষার্থীদের ডাকা হয়েছে। কিন্তু সেখানে কোনো তালিকা পাওয়া যায়ণি। 

এ বিষয়ে জানতে চাইলে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, “সাক্ষাৎকারের জন্য যেসব শিক্ষার্থীদের ডাকা হয়েছে, তাদের প্রোফাইলে নোটিশ করা হয়েছে। এজন্য এখানে তালিকা দেওয়া হয়নি। জিএসটি ভুক্ত সব বিশ্ববিদ্যালয়েই কমবেশি সিট ফাঁকা আছে। সিটগুলো পূরণের জন্য একটু বেশি সংখ্যাক শিক্ষার্থীকে ডাকা হয়েছে। তালিকা না দেওয়া এটাও অন্যতম একটি কারণ।”

ঢাকা/আজম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়