রাকসু নির্বাচন: প্রথম দিনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রথম দিনে পাঁচজন মনোনয়ন ফরম সংগ্রহ করেন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে রবিবার (২৪ আগস্ট) পাঁচ প্রার্থী সংগ্রহ করেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, গেমস অ্যান্ড স্পোর্টস সম্পাদক এবং নির্বাহী সদস্য-১ পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম পাঁচজনের মনোনয়ন ফরম সংগ্রহের তথ্য জানিয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম নিয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান। নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন ফরম তুলেছেন বাংলা বিভাগের শিক্ষার্থী নিশা আক্তার। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, গেমস অ্যান্ড স্পোর্টস সম্পাদক এবং নির্বাহী সদস্য-১ পদে তিনজন মনোনয়ন ফরম নিয়েছেন।
সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিতরণের কার্যক্রম শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত বিতরণ করা হয়।
প্রথম মনোনয়ন নেয়া সজিবুর রহমান বলেন, ‘‘যে কোনো যৌক্তিক বিষয়ের পক্ষে আমি একা হলেও দাঁড়ানোর চেষ্টা করেছি। ভয়েজ রেইজ করার চেষ্টা করেছি। সাধারণ শিক্ষার্থীদের শক্তি নিয়ে দল ও গোষ্ঠীর বাইরে গিয়ে মনোনয়ন ফরম নিয়েছি। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।’’
প্রথম নারী প্রার্থী মনোনয়ন ফরম নেয়া নিশা আক্তার বলেন, ‘‘নারী শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে আগ্রহী করার উদ্দেশ্যে আমি প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার প্রত্যাশা হলো নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, সকল শিক্ষার্থীর আবাসনের সুযোগ সৃষ্টি করা, হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন করা এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আকাঙ্ক্ষা প্রশাসনের কাছে তুলে ধরা।’’
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘‘আমার মনে হয়েছে, প্রথম দিন সবাই পর্যবেক্ষণ করেছেন। আশা করছি, আগামী দিন আরো বেশি মনোনয়ন ফরম বিতরণ হবে।’’
আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিতরণ চলবে। আর ভোটগ্রহণ করা হবে ১৫ সেপ্টেম্বর।
ঢাকা/ফাহিম/বকুল