ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‎প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ৩০ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:২৬, ৩০ আগস্ট ২০২৫
‎প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরতার প্রতিবাদে ও যৌক্তিক দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১২তলা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আরো পড়ুন:

আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমানের সঞ্চালনা এতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, আইসিটি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ২৭ আগস্ট শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে, পুলিশের অযাচিত হামলা, টিয়ারশেল নিক্ষেপ, বল প্রয়োগের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের তরুণ প্রজন্মের উপর এ ধরনের বর্বরোচিত হামলা ফ্যাসিবাদের জুলুম ও নিষ্পেষণের কথা, গুম ও খুনের কথা এবং জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের কথা মনে করিয়ে দেয়।

তারা বলেন, আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে ওই দিনের হামলায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। পাশাপাশি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

ঢাকা/কাওছার/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়