ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবি শিক্ষার্থী ও তার মাকে পাশাপাশি দাফন

কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২৫  
কুবি শিক্ষার্থী ও তার মাকে পাশাপাশি দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়েছে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব নিজ গ্রাম কুমিল্লার সুজানগরের সুন্নিয়া জামে মসজিদ প্রাঙ্গণে পৃথক দুটি জানাজা এবং পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

প্রথমে মায়ের জানাজা নামাজের ইমাম ছিলেন হাফেজ কাউসার এবং সুমাইয়ার জানাজা নামাজের ইমাম ছিলেন সুজানগর সুন্নিয়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ ফজলুল করিম।

এ সময় বক্তব্য দেন কুমিল্লা মহানগরের জামায়াতে আমির কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, “প্রশাসনের আরো জোরালো ভূমিকা পালন করতে হবে। অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে বিচার হবে না, তা হতে পারে না। ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে।”

সুমাইয়া আফরিনের বড় ভাই মোহাম্মদ তাজুল ইসলাম ফয়সাল বলেন, “গত অক্টোবরে আমার বাবা মারা গেছেন। আজকে এখানে আমার মা এবং একমাত্র বোনের লাশ নিয়ে আমি দাঁড়িয়ে আছি। যার বাবা-মা মারা যায় তারাই বুঝে এই দুঃখ। আমার মা যদি আপনাদের কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে থাকেন, আমি তার ছেলে হিসেবে ক্ষমা চাচ্ছি।”

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে নিজ বাসা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঢাকা/এমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়