ঢাকা     বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসুর ফলাফল: জগন্নাথ হলে শিবিরের ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪২, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৩:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২৫
ডাকসুর ফলাফল: জগন্নাথ হলে শিবিরের ভরাডুবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। এরই মধ্যে সাতটি হলের মধ্যে ছয়টিতে ডাকসু ভোটে ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

তবে এ সাতটি হলের মধ্যে একমাত্র জগন্নাথ হলে শিবিরের ভরাডুবি হয়েছে।

আরো পড়ুন:

এই হলে ভিপি পদে সাদিক কায়েম মাত্র ১০ ভোট পেয়েছেন। ছাত্রদলের আবিদ বিপুল ভোটে জয়ী হয়েছেন জগন্নাথ হলে; তিনি পেয়েছেন ১২৭৬ ভোট। অন্যদের মধ্যে উমামা ২৭৮, শামীম ১৭১, ইমি ১১, কাদের ২১ ও মোল্লা ৫ ভোট পেয়েছেন।

জগন্নাথ হলে জিএস পদে ১১৭০ ভোট নিয়ে জয়ী হয়েছেন মেঘমল্লার বসু। ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট। অন্যদের মধ্যে হামিম ৩৯৮, আরাফাত ১৬৯, বাকের ২৭ ভোট পেয়েছেন। 

এজিএস পদে ১১০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন মায়েদ। মহিউদ্দিন পেয়েছেন মাত্র ৭ ভোট। অন্যদের মধ্যে জুবেল ২৪২, রনি ৪০, অদিতি ২৩, আশরেফা ১৪, ইমু ৫৮, আরমান ২০, মুদ্দাসসির ৬৪ ভোট পেয়েছেন।

আরো পড়ুন: ডাকসুর ফল: জগন্নাথ বাদে ছয় হলে সাদিক, ফরহাদ, মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী

এবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে আটটি কেন্দ্রে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হয়েছে। এসব কেন্দ্রে একাধিক ভোটগ্রহণ কক্ষ রাখা হয়। কার্জন হল কেন্দ্রে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের ভোটগ্রহণ কক্ষ রাখা হয় কার্জন হল পরীক্ষা কেন্দ্র, অমর একুশে হলের ভোট নেওয়া হয় দ্বিতীয় তলার গ্যালারিতে, ফজলুল হক মুসলিম হলের ভোট গ্রহণ করা কার্জন হল পরীক্ষা কেন্দ্রে। 

শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হলের ভোট নেওয়া হয় ইনডোর গেমস রুমে, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভোট গ্রহণ করা ইনস্ট্রুমেন্ট রুমে, সলিমুল্লাহ মুসলিম হলের ভোট নেওয়া হয় ইনডোর গেমস রুমে।

ছাত্র-শিক্ষক কেন্দ্রে রোকেয়া হলের ভোট নেওয়া ক্যাফেটেরিয়া ও গেমস রুমে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভোট নেওয়া হয় মেঘনা গেমস রুম ও পদ্মা গেমস রুমে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভোট গ্রহণ করা হয় শিক্ষক লাউঞ্জ ও সুরমা গেমস রুমে।

সিনেট ভবন কেন্দ্রে স্যার এ এফ রহমান হলের ভোট নেওয়া হয় সেমিনার রুমে, হাজী মুহম্মদ মুহসীন হলের ভোট গ্রহণ করা হয় অ্যালামনাই ফ্লোরে, বিজয় একাত্তর হলের ভোট নেওয়া  হয় ডাইনিং রুমে।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সূর্যসেন হলের ভোট গ্রহণ করা হয় পশ্চিম পাশের দ্বিতীয় তলার ২০৩, ২০৪ ও ২০৫ নম্বর কক্ষে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভোট নেওয়া হয় নিচতলার সেমিনার কক্ষে, শেখ মুজিবুর রহমান হলের ভোট হয় মাঝখানের সিঁড়ির দ্বিতীয় তলায়, কবি জসীম উদদীন হলের ভোট নেওয়া হয় মাঝখানের সিঁড়ির দ্বিতীয় তলায়।

ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রের নিচতলায় ভোট গ্রহণ করা হয় কবি সুফিয়া কামাল হলের ভোটারদের।

ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের নিচতলায় ভোট নেওয়া হয় শামসুন নাহার হলের ভোটারদের।

ঢাকা/রায়হান/মেহেদী/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়