ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোট গণনায় যুক্ত জাবি শিক্ষকের মৃত্যু

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৪১, ১২ সেপ্টেম্বর ২০২৫
ভোট গণনায় যুক্ত জাবি শিক্ষকের মৃত্যু

চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা

জাকসু নির্বাচনে ভোট গণনার কাজে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়া চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার (৩১) মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল আটটার আগে এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।

চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা সাংবাদিকদের বলেন, “গতকাল ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছয়টার পরে জান্নাতুল ফেরদৌস বাসায় চলে যান। সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে ভোট গণনার জন্য তিনি আবার সিনেট ভবনে আসেন। তৃতীয় তলায় ভোট গণনা কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান।”

সহযোগী অধ্যাপক শামীম রেজা আরও বলেন, “তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” শামীম রেজা রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “এ ঘটনায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।”

ঢাকা/সাব্বির/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়