ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবি বাগছাসের মুখ্য সংগঠকের পদত্যাগ

ঢাবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১৬ সেপ্টেম্বর ২০২৫  
ঢাবি বাগছাসের মুখ্য সংগঠকের পদত্যাগ

হাসিব আল ইসলাম

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস)  ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন তা ‍উল্লেখ করেননি। 

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, গত ১৯ আগস্ট আমি গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার দায়িত্বকালীন সময়ে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছি। 

তিনি আরো লিখেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে। 

হাসিব আরো লিখেন, সত্য আর ন্যায়ের মিছিলে আমি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ। গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে সামনে আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে।

হাসিব আল ইসলাম ডাকসু নির্বাচন-২০২৫ এ এজিএস পদে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহন করেন। তবে তিনি জয় পাননি।

ঢাকা/সৌরভ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়