ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নভেম্বরে সম্পূরক বৃত্তির আশ্বাস দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান’

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৫  
‘নভেম্বরে সম্পূরক বৃত্তির আশ্বাস দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আগামী নভেম্বর মাসের মধ্যেই সম্পূরক বৃত্তি পাবেন বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এসএমএ ফায়েজ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইউজিসি চেয়ারম্যান এ আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।

আরো পড়ুন:

রিয়াজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের আবাসন বৃত্তির বাজেট দুই খাত থেকে আসবে। একটি অংশ অর্থ মন্ত্রণালয় থেকে এবং আরেকটি অংশ ইউজিসির বরাদ্দ থেকে। অক্টোবরের মধ্যে ইউজিসি থেকে অর্থ ছাড় হলে তা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।”

তিনি বলেন, “নারী শিক্ষার্থীদের আবাসনের জন্য হিট প্রকল্প থেকেও নভেম্বরের মধ্যে অতিরিক্ত বরাদ্দ আসবে।”

ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালা ইউজিসিতে পাঠায়। তবে নীতিমালায় দুটি ভুল থাকায় তা সংশোধনের জন্য পুনরায় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় যদি বৃহস্পতিবারের মধ্যে সংশোধিত নীতিমালা ইউজিসিতে পাঠায়, তাহলে রবিবারই তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।”

এর আগে, গত ২৭ আগস্ট বিশেষ সিন্ডিকেট সভায় জকসু নির্বাচনের নীতিমালা প্রস্তাব অনুমোদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে তা ৩১ আগস্ট ইউজিসিতে পাঠানো হয় চূড়ান্ত অনুমোদনের জন্য।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়