ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গকসু নির্বাচন: জিএস প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

গবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ১৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:২২, ১৭ সেপ্টেম্বর ২০২৫
গকসু নির্বাচন: জিএস প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের অভিযোগ উঠেছে এক সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচনী তফসিল অনুযায়ি, এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন বলে জানা গেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণ করেন।

আরো পড়ুন:

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জিএস পদপ্রার্থী আফসানা মিমি নির্বাচনী আচরণবিধি অমান্য করে বিভিন্ন সময়ে ক্লাসরুমে ভোট চাইতে গিয়ে ভোটারদের মাঝে কোমল পানীয় ও বিস্কুট বিতরণ করেছেন। 

নির্বাচনী আচরণবিধি ১০ (ঙ) ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারের জন্য কোথাও কোনো ধরনের ক্যাম্প, প্যান্ডেল করা যাবে না। ভোটারদের কোনো ধরনের কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা উপঢৌকন প্রদান করা যাবে না।

অভিযুক্ত আফসানা মিমি বলেন, “আমি বিভিন্ন বিভাগে গেছি, এমন না। আজ রাজনীতি প্রশাসন বিভাগে গেছিলাম, যেখানে অনেক পূর্ব পরিচিত শিক্ষার্থী ছিলেন। তারা খাইতে চাওয়ার কারণে এই ব্যবস্থা।”

বিভিন্ন সময়ে ছাত্রাবাসগুলাতে ভোটারদের খাওয়ানোর ব্যাপারে তিনি বলেন, “মেসে গেলে তো ওটা (খাওয়ানো) করাই লাগে, আমিও করতেছি। অনেকেই তো সেগুলো করছে।” 

এ বিষয়ে রিটার্নিং অফিসারের দপ্তর জানায়, ইতোমধ্যে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। যাচাই-বাছাই করে অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা/সানজিদা/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়