নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময়
নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে উপাচার্যের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “আবহমানকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মের মানুষ সহাবস্থান করে আসছে। ধর্মীয় সম্প্রীতির মাঝেই আমরা বেড়ে উঠেছি। এই সম্প্রীতি অটুট রাখতে আমাদের যা কিছু করণীয়, আমরা তা করব।”
তিনি বলেন, “কোনো ধর্মই অন্যায়কে সমর্থন করে না বা দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। প্রতিটি ধর্মই আমাদের ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলতে শেখায়। এ দেশ আমাদের সবার। তাই পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি জায়গায় আপনাদের পদচারণা আরও উজ্জ্বল হোক।”
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শারদীয় শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কেন্দ্রীয় উপাসনালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার, সাধারণ সম্পাদক ড. সুবোধ কুমার সরকারসহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/শফিউল্লাহ/মেহেদী