ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাবিপ্রবিতে ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা স্থগিত

শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২২ সেপ্টেম্বর ২০২৫  
শাবিপ্রবিতে ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা স্থগিত

ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র রাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে স্থগিত করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ আগস্ট প্রক্টরীয় কমিটির সঙ্গে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মতভাবে নেওয়া সুপারিশের ভিত্তিতে ২০২৪ সালের ৬ নভেম্বর জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে। তবে এসব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে করতে হবে।

পাশাপাশি, পূর্বের মতো একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে। 

এছাড়া শাকসু নির্বাচনের ক্ষেত্রে প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠানগুলো সংশ্লিষ্ট হল প্রশাসনের অনুমতি নিয়ে আয়োজন করা যাবে।

ঢাকা/ইকবাল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়