ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়েবসাইটেই মিলবে শাকসুর সব তথ্য

শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১১ নভেম্বর ২০২৫  
ওয়েবসাইটেই মিলবে শাকসুর সব তথ্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ওয়েবসাইটেই এখন থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের সব তথ্য পাবেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দীন চৌধুরী প্রশাসনিক ভবনের সভা কক্ষে শাকসুর তথ্যভিত্তিক এই নতুন ওয়েব মেনুর উদ্বোধন করেন।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে যুক্ত এই ‘শাকসু মেনু’ থেকে শিক্ষার্থীরা নির্বাচন কমিশন, গঠনতন্ত্র, তফসিল, ভোটার তালিকা, প্রার্থী তালিকা, আচরণবিধি, ভোটকক্ষ বিন্যাস, ফলাফল ও বিজ্ঞপ্তিসহ নির্বাচনী প্রক্রিয়ার সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, “শিক্ষার্থীরা যাতে সহজেই নির্বাচনসংক্রান্ত তথ্য জানতে পারেন, সেই লক্ষ্যেই আমরা ওয়েবসাইটে শাকসু মেনু চালু করেছি। আচরণবিধি চূড়ান্ত হয়েছে, খুব শিগগিরই তা সাইটে প্রকাশ করা হবে।”

তিনি আরো বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা তৈরির কাজ চলছে। মাস্টার্স পর্যায়ের তথ্য সংযোজন শেষে তালিকা প্রকাশ করা হবে। আমরা খুব শিগগিরই তফসিল ও ভোটের তারিখ ঘোষণা করব।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী আশা প্রকাশ করে বলেন, “ওয়েবসাইটভিত্তিক এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নির্বাচনী তথ্য জানাকে আরও সহজ করবে।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইকবাল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়