ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের এফআইও এর সমঝোতা

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ৩০ সেপ্টেম্বর ২০২৫  
নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের এফআইও এর সমঝোতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফী (এফআইও), মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) চীনের চিংডাও শহরে এফআইও এর প্রশাসনিক ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

আরো পড়ুন:

চুক্তিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং এফআইও এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক অধ্যাপক ড. লি লি।

প্রতিস্বাক্ষর করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও এফআইও এর মহাপরিচালক অধ্যাপক ড. টিগাং লি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের পরিচিতি উপস্থাপন করেন অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও অধ্যাপক ড. লি লি। এছাড়া বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরভিত্তিক যৌথ গবেষণার সম্ভাবনা তুলে ধরেন নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী এবং এফআইও এর মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফআইও এর অধ্যাপক ড. ইয়ানগুয়াং লিউ, অধ্যাপক ড. শেফা শি, অধ্যাপক ড. শিলিই জাং, ড. লিন জোও, ড. শিজু ওয়াং, ড. শিন শা প্রমুখ।

চুক্তি স্বাক্ষরের পর উভয় প্রতিষ্ঠানের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও চীনের এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। পাশাপাশি জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, গবেষণা অনুদান, ফেলোশিপ ও ভিজিটিং স্কলারশিপসহ বহুমুখী একাডেমিক সুযোগ-সুবিধার পথ সুগম হবে।

ঢাকা/মুজিবুর/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়