ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‎বেরোবির সঙ্গে আলফা টেক ও প্রিমিয়াম ফ্রুটস এর সমঝোতা

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ৭ অক্টোবর ২০২৫  
‎বেরোবির সঙ্গে আলফা টেক ও প্রিমিয়াম ফ্রুটস এর সমঝোতা

‎‎কর্মসংস্থান ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সঙ্গে আলফা গ্রুপ ও প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

‎মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে বেরোবির সাবেক শিক্ষার্থীদের হাতে গড়া স্বনামধন্য ওই দুই প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক পৃথক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

আরো পড়ুন:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, আলফা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অনিন্দ কুমার রায় এবং প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু সাঈদ আল সাগর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও গবেষণা, উদ্ভাবন ও শিল্প ক্ষেত্রের বাস্তব চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হবে।

এ সময় উপস্থিত উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সামঞ্জস্য রেখে একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পের সমন্বিত প্রচেষ্টার যে শূন্যতা রয়েছে তা এই সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কিছুটা পূরণের সুযোগ সৃষ্টি হবে। এই সমঝোতা চুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মজীবনমুখী শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”

তিনি বলেন, “আমাদের সাবেক শিক্ষার্থীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এই আনুষ্ঠানিক সহযোগিতা আমাদের জন্য গর্বের বিষয়।”

‎অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কমলেশ চন্দ্র রায়, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের উদ্যোক্তা উম্মে কুলসুম পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়