বেরোবিতে বিজয় দিবসে ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার ১৫ ডিসেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে, সকলের অবগতির জন্য, আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২:০০টা থেকে রাত ১২:০০টা পর্যন্ত ‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল প্রকার সাইকেল, মটর সাইকেল, কার/মাইক্রোবাস ও ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান করা হয়।
ঢাকা/সাজ্জাদ/জান্নাত