চাকসু নির্বাচন
এই বিজয় জুলাই যোদ্ধাদের, শিক্ষার্থীদের: শিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া শেষে বৃহস্পতিবার ভোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’-এর বিজয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
তিনি বলেছেন, “এই বিজয় জুলাই যোদ্ধাদের, জুলাই শহীদদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়। আমরা সবাই জিতে গেছি, শিক্ষার্থীরাও জিতে গেছেন। শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতিদান না দেওয়া পর্যন্ত আমরা থামছি না।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
জাহিদুল ইসলাম বলেন, “যারা নির্বাচনে আমাদের বিরোধিতা করেছেন, বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছেন, বিভেদ সৃষ্টি করেছেন, আমরা তার সব ভুলে যাচ্ছি। কারো প্রতি আমাদের অনুযোগ নেই। সবাইকে নিয়ে সামনে এগোতে চাই।”
“আমাদের প্রতিটি পদক্ষেপ এখন শিক্ষার্থীদের জন্য। যেদিন আমাদের কমিটমেন্ট পূরণ করতে পারব, সেদিন আমাদের বিজয় পূর্ণতা পাবে”, যোগ করেন তিনি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব এবং সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। ফজরের নামাজ শেষে অনুষ্ঠিত দোয়ায় নেতারা জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
ঢাকা/রেজাউল/মাসুদ