‘ইতিবাচক সাড়া’ দিয়ে নাজমুলের জবাব
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
এম নাজমুল ইসলাম
৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের। কিন্তু, ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও তার জবাব পায়নি বিসিবি। তাই, বিসিবি তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শাস্তির ব্যবস্থা করার পরিকল্পনা করছিল।
কিন্তু, আপাতত অতদূর যেতে হচ্ছে না। কারণ, নাজমুল ইসলাম বিসিবির পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার পর বিসিবির সভাপতি বরাবর চিঠি দিয়েছেন এম নাজমুল ইসলাম।
বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু চিঠি পাওয়ার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। তিনি চিঠি দেখেননি। তবে শুনেছেন, ‘ইতিবাচক সাড়া’ দিয়ে চিঠির জবাব দিয়েছেন এম নাজমুল ইসলাম। তবে, সেই ‘ইতিবাচক সাড়া’ কী, তা খোলাসা করতে পারেননি বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলা নাজমুল ক্রিকেটারদের নিয়ে বিরুপ মন্তব্য করেছিলেন। যেখানে শুধু ক্রিকেটারদের তিনি ছোটই করেননি, বরং তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পারফরম্যান্স নিয়ে করেছিলেন কূটক্তি। ক্রিকেটারদের নিয়ে তার করা অস্বাভাবিক মন্তব্যর জেরে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন ছিল সরগরম।
পেশাদার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার পদত্যাগের দাবি করে ম্যাচ বয়কট করে। দুটি ম্যাচ তারা মাঠে নামেননি। পরবর্তী সময়ে বোর্ডের সঙ্গে আলোচনার পর নাজমুলের প্রক্যাশ্যে ক্ষমা চাওয়ার শর্তে মাঠে ফেরেন ক্রিকেটাররা। কিন্তু, সেই শর্ত এখন পর্যন্ত মানেননি এম নাজমুল ইসলাম। বোর্ডও নেয়নি কোনো ব্যবস্থা।
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে না গেলে তাদের ক্ষতিপূরণ বোর্ড দেবে কি না, এমন প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করেন এম নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘‘ওরা যদি কিছুই না করতে পারে (কোনো টুর্নামেন্টে), ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি, ওই টাকা কি ফেরত চাই? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। বিশ্বকাপ না খেললে ক্ষতিপূরণ কেন দেব?’’
এর আগে তিনি তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ মন্তব্য করে।
কোয়াব এর আগে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলে। এম নাজমুল ইসলাম ক্ষমা না চেয়ে উল্টো একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন গণমাধ্যমে। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি ক্রিকেটারদের নিয়ে কূটক্তি করেছিলেন। সেজন্য ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগের আলটিমেটাম দেয়।
বিসিবি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেছে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ডের সদস্যের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মোকাবিলা করা হবে এবং ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, খেলোয়াড়রা বিপিএল এবং বোর্ডের অধীনে সকল ক্রিকেট কার্যক্রমের মূল অংশীদার এবং প্রাণ।”
ঢাকা/ইয়াসিন/রফিক