‘আমার ছেলে আমাকে বাচ্চা বানিয়ে ফেলছে’
ট্রলি ব্যাগে বসিয়ে মা পরীমণিকে টেনে নিয়ে যাচ্ছে ছোট্ট পূণ্য (ডানে)
মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টের ভেতরের দৃশ্য। চিত্রনায়িকা পরীমণির ছোট্ট ছেলে পূণ্য একটি ট্রলি ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে। আর তার পেছন পেছন হাঁটছেন পরীমণি। একপর্যায়ে পরীমণি ট্রলি ব্যাগটির ওপরে বসেন। এরপর ফের মা পরীমণিকে টেনে নিয়ে যেতে থাকেন পূণ্য।
পরীমণি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। এ ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, “আমার ছেলে আমাকে বাচ্চা বানিয়ে ফেলছে!” মায়ের সঙ্গে ছোট্ট বাচ্চার আনন্দঘন মুহূর্ত দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন নেটিজেনরাও।
এমিলিয়া নামে একনজন লেখেন, “এই ছেলে একদিন পরীর ডানা হবে।” মিতা রানি লেখেন, “মা যেমন দায়িত্ববান ছেলে তো এমন দায়িত্ববান হবে এটাই তো স্বাভাবিক।” জুয়েল নামে একজন লেখেন, “তুমি এখনো বাচ্চা মেয়ে আমাদের কাছে।” অভিজ্ঞতা ভাগ করে আরেকজন লেখেন, “বাচ্চা থাকলে নিজেকেও বাচ্চার মতো হয়ে যেতে হয়।” সাদিয়া লেখেন, “ছেলে এখন থেকেই মায়ের যত্ন নেওয়া শিখে গেছে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
ঢাকাই চলচ্চিত্রের ‘গ্ল্যামার কন্যা’খ্যাত নায়িকা পরীমণি বরাবরই ভ্রমণপ্রিয়। কাজের ফাঁকে সুযোগ পেলেই পাড়ি জমান দেশের বাইরে। কখনো চীন, কখনো সিঙ্গাপুর বা দুবাই। এবার কাজের ব্যস্ততা শেষ করে সন্তানদের সঙ্গে সময় কাটাতে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে উড়ে গিয়েছিলেন।
লাংকাউইয়ের নীল সমুদ্র, খোলা আকাশ আর সবুজ প্রকৃতির মাঝে কাটানো মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন পরীমণি। ধারণা করা হয়, ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে মিষ্টি মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন এই নায়িকা।
এদিকে, শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। রেজা ঘটক পরিচালিত এই সিনেমা আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে পরীমণিকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র কাজল চৌধুরী রূপে। তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক, যে একজন ফটোগ্রাফার।
দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও নিজের অবস্থান তৈরি করেছেন পরীমণি। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘ফেলুবক্সী’-তে অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।
ঢাকা/শান্ত