ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নানা আয়োজনের ভাসানী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ১৬ অক্টোবর ২০২৫  
নানা আয়োজনের ভাসানী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

নানা কর্মসুচির মধ্য দিয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আরো পড়ুন:

ক্যাম্পাসের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি তৃতীয় একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখান কেক কাটা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়া দুপুর ১২টায় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, দুপুর সাড়ে ১২টায় মন্দিরে প্রার্থনা, বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

ঢাকা/কাওছার/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়