এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনায় আইএসইউ
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
গাজীপুরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-এর উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম। আইএসইউ সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাকিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ৩০টি কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মুহম্মদ কামরুজ্জামান।
বক্তারা বলেন, সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে আইএসইউ আধুনিক ক্লাসরুম, ল্যাব, দক্ষ শিক্ষক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ে তুলেছে। শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী পার্টটাইম চাকরি ও গ্র্যাজুয়েশন-পরবর্তী কর্মসংস্থানের সুযোগও প্রদান করছে বিশ্ববিদ্যালয়টি।
আইএসইউ’র জনসংযোগ বিভাগ জানায়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি, ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনা প্রদান এবং অর্জনকে সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছিল ক্রেস্ট, ক্যালেন্ডার, র্যাফেল ড্র ও আকর্ষণীয় উপহার। পাশাপাশি আইএসইউতে ভর্তির ক্ষেত্রে টিউশন ফি-তে অতিরিক্ত ১০% ওয়েভার সুবিধা ঘোষণা করা হয়।
আইন বিভাগের প্রভাষক মায়িশা আফিয়া যারিন ও জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সংবর্ধনার পর আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঢাকা/জান্নাত