ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৫ ঘণ্টা পর তালা খুললেন আরবি বিভাগের শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ৯ সেপ্টেম্বর ২০২৫  
২৫ ঘণ্টা পর তালা খুললেন আরবি বিভাগের শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগে পরীক্ষার ফলাফল না দেওয়ায় অফিস, ক্লাসরুম এবং সেমিনারে তালা দিয়েছিলেন চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা।

পরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীনের আশ্বাসে তালা খুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

এর আগে, সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা পরীক্ষা চারমাস হয়ে গেলেও বারবার আশ্বাস দিয়েও ফলাফল না দিতে পারায় বিভাগের অফিস, ক্লাসরুম এবং সেমিনাররুমে তালা দেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

আরবি বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, “আমি সকালে কিছু জরুরি কাগজপত্রের জন্য অফিস রুমটা খুলে দিতে বলেছিলাম, কিন্তু তারা খুলে দেয়নি। পরে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্যার এসে ফলাফলের বিষয়ে আশ্বস্ত করলে তারা তালা খুলে দেয়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন বলেন, “আমরা শিক্ষার্থীদের কাছে থেকে সমস্যাগুলো শুনেছি। ফলাফল কাজ চলছে, ইনশাল্লাহ খুব দ্রুতই ফলাফল দেওয়া হবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়