ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়ির ৩ হাজার পরিবারে সোলার হোম সিস্টেম বিতরণ

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ২৫ মে ২০২৩  
খাগড়াছড়ির ৩ হাজার পরিবারে সোলার হোম সিস্টেম বিতরণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়ে খাগড়াছড়ির গুইমারা উপ‌জেলায় প্রায় তিন হাজার পরিবারের মধ্যে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে গুইমারা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র ত্রিপুরা এমপি সু‌বিধাভোগীরদের ম‌ধ্যে এই সোলার হোম সিস্টেম বিতরণ করেন।

৮ কোটি ২১ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা ব্যয়ে ১ হাজার ৮২৮ পরিবারকে সোলার হোম সিস্টেম দেওয়া হয়। 

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদস্য কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, শুভ মঙ্গল চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়ছড়ির নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, সরকার পার্বত্যাঞ্চলের প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া মানুষের কল্যা‌ণে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে দুর্গম এলাকার সাধারণ মানুষের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
 

আজাদ/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়