ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ব্যবসায়ীদের জন্য হেল্প ডেস্ক করবেন তাপস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যবসায়ীদের জন্য হেল্প ডেস্ক করবেন তাপস

ঢাকার ব্যবসায়ীদের সমস্যার দ্রুত সমাধান দিতে দক্ষিণ সিটি করপোরেশনে ‘হেল্প ডেস্ক’ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

বুধবার বিকেলে পুরান ঢাকার কারা কনভেনশন হলে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদের- ব্যবসায়ী সম্মেলন ২০২০’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

তাপস বলেন, ‘আমি নির্বাচিত হতে পারলে, দক্ষিণ সিটি করপোরেশনের জন্য ব্যবসায়িক হেল্প ডেক্স করবো। সেই ডেক্স থেকে দৈনন্দিনের ভিত্তিতে সেবা নিশ্চিত করা হবে। সব সেবাগুলোকে অনলাইন ব্যবস্থার মধ্যে আনা হবে। এমন কি মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবো। আইনগতভাবে সিটি করপোরেশন সেবা প্রধানকারী প্রতিষ্ঠান, যা ঢাকাবাসীর জন্য প্রতিষ্ঠিত। সুতরাং আমরা ঢাকাবাসীর চিন্তা করে সেবাগুলো নিশ্চিত করবো।’

এ সময় ব্যবসায়ীদের দেয়া ২৮ ধরনের সমস্যা নির্বাচিত হলে সমাধানের পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটিকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত সংস্থা হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করে তাপস বলেন, ‘প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছেন, আমি একটি স্বপ্লোন্নত দেশকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত করলাম, ৬০ হাজার কোটি টাকার বাজেটকে ৫ লাখ কোটি টাকার বাজেটে উন্নীত করলাম। ৫৬০  ডলার মাথা পিছু আয় থেকে ১৯০০ ডলার মাথাপছিু আয়ে উন্নীত করলাম। কিন্তু এতগুলো প্রকল্প করছি, পদ্মা সেতু, কিন্তু আমি দুঃখের সঙ্গে দেখছি আমার প্রকল্পের টাকা উইপোঁকায় খেয়ে নেয়।’

‘আমি আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারলে ঢাকা দক্ষিণ সিটিতে উইপোঁকার জায়গা হবে না। দুর্নীতি মুক্ত সংস্থা হিসেবে এটাকে গড়ে তুলবো। আধুনিক সংস্থা হবে ঢাকা দক্ষিণ সিটি। কোনো উৎকোচ, অতিরিক্ত ব্যয় অথবা হয়রানির কোনো  অবকাশ সেখানে থাকবে না।’

ঢাকায় সুপেয় পনির পয়েন্ট করে দেয়া হবে জানিয়ে তাপস বলেন, ‘দায়িত্ব পাওয়ার প্রথম ৯০ দিনের মধ্যে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করবো। সেটা মশক নিধক হোক, সড়কের বাতি হোক, সেটা রাস্তা উপরে আবর্জনা হোক, সকল মৌলিক নাগরিক সেবা প্রথম ৯০ দিনের মধ্যে নিশ্চিত করা হবে। এই ৯০ দিনের মধ্যেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিব। বাস্তবায়ন করবো ২০৪১ সাল নাগাদ।’

‘আমাদের প্রত্যেকটি অবকাঠামো, উন্নয়ন রাস্তা নর্দমা, যেটাই আমরা করি না কেন। সেটার মান নিরুপন করে অন্তত পক্ষে দশ বছরের স্থায়ীত্ব সেটাকে নিশ্চিত করা হবে। আমরা দেখতে চাইনা, এক বছর কাজ করলাম পরের বছর এক পশলা বৃষ্টির কারণে সেই রাস্তা নষ্ট হয়ে গেল। আমরা সেটা কোনোভাবে সেটা হতে দিব না, আমরা বরদাশত করবো না।’

ফায়ার সার্ভিসের জন্য তাৎক্ষণিক পানির সুবিধা দিতে সারা ঢাকায় উন্নত বিশ্বের মতো পানির পয়েন্ট রাখার পরিকল্পনার কথা জানান তিনি।

এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, এ কে আজাদ, শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন মেয়র নির্বাচনে শেখ ফজলে নূর তাপসের প্রতি সমর্থন ব্যক্ত করেন।


ঢাকা/পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়