ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্রাচে ভর দিয়ে দ্বীন মোহাম্মদের ভোট ভিক্ষা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রাচে ভর দিয়ে দ্বীন মোহাম্মদের ভোট ভিক্ষা

ভাঙ্গা হাত-পা নিয়ে ক্রাচে ভর দিয়ে ঠেলাগাড়িতে ভোট ভিক্ষা চাইছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশ নির্বাচনে। তবে সত‌্যিকার ভিক্ষুক নন, লালবাগ ২৬ নম্বর ওয়ার্ডের জাতীয় পার্টি মনোনীত কাউন্সিলর প্রার্থী দ্বীন মোহাম্মদ কদিন আগে দুর্ঘটনায় আহত হয়ে এখন এভাবে মানুষের সমর্থন চাচ্ছেন।

শুক্রবার জুমার নামাজের পর থেকে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও দলের নেতাকর্মী নিয়ে আজিমপুর, পলাশী এলাকায় ক্রাচে ভর দিয়ে কখনো হেঁটে, কখনো রিক্সায় গণসংযোগ করেন। কিছুদিন আগে মোটরবাইকে দূর্ঘটনায় গুরুতর আহত হন ঢাকা মহানগর দক্ষিণ যুবসংহতির সভাপতি দ্বীন মোহাম্মদ।

আজিমপুর চাতরা মসজিদে জুমার নামাজ আদায় করে নির্বাচনী গণসংযোগ করেন শুরু করেন দ্বীন মোহাম্মদ। তারপর ক্রেচে ভর দিয়ে হেঁটে আজিমপুর কলোনী, বুয়েট স্টাফ কোয়ার্টার, পলাশীর বিভিন্ন স্থানে ভোট প্রার্থণা করেন।

এসময় তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে ইনশআল্লাহ আমি বিজয়ী হবো। তিনি ঠেলাগাড়ি মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।’

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবসংহতি নেতা দেলোয়ার হোসেন রিপন, খলিলুর রহমান, সাব্বির আহমেদ, মো. রানা, মো. মামুন, আল আমীন, নাঈম, মো. লাইচ প্রমুখ গণমান্যব্যক্তি বর্গ।

বনানীতে মঞ্জুর প্রচারণায় জাপা নেতারা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ মঞ্জুর পক্ষে শুক্রবার গণসংযোগ করেছেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হাসিবুল ইসলামজয়সহ পার্টির কেন্দ্রীয় নেতারা।

জুমার নামাজ শেষে নেতারা বনানী বাজার, কাকলী, কড়াইল বস্তিতে কাউন্সিলর প্রার্থী মঞ্জুকে ঘুড়ি মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

এসময় বনানী থানা জাপা ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়