ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ফেরি চালুর ১২ ঘণ্টা পর শিমুলিয়ায় লঞ্চ চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৮ মে ২০২১  
ফেরি চালুর ১২ ঘণ্টা পর শিমুলিয়ায় লঞ্চ চলাচল শুরু

মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চালুর পর এবার লঞ্চ চলাচলও শুরু হয়েছে।

বৈরি আবহাওয়া ও পদ্মা নদী উত্তাল থাকায় টানা ৪০ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৭ মে) রাত ১০ টার দিকে ফেরি চলাচল শুরু হয়। টানা ৬২ ঘন্টা বন্ধ থাকার পর এবার লঞ্চ চলাচলও শুরু হলো।

শুক্রবার (২৮ মে) সকাল ১০টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল শুরু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া লঞ্চঘাট পরিদর্শক মো. সোলেমান।

তিনি জানান, বৈরি আবহাওয়া কেটে যাওয়ায় ও পদ্মা নদী স্বাভাবিক থাকায় এ নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।  বর্তমানে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ৮৫টি লঞ্চ চলাচল করছে। সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে শিমুলিয়া থেকে বাংলাবাজার উভয় দিক থেকে লঞ্চ আসা যাওয়া করছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ মে) রাত ৮ টার দিকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

রতন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়