ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যশোরে ওয়ালটন পণ্য প্রদর্শন ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে ওয়ালটন পণ্য প্রদর্শন ও মতবিনিময় সভা

যশোরের পালবাড়ী মোড় ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী চুড়ামনকাটি, ছাতিয়ানতলায় গ্রুপ সদস্যদের নিয়ে পণ্য প্রদর্শনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে চলে ওয়ালটনের পণ্য প্রদশর্নী, বিকেল ৩টা থেকে গ্রুপ সদস্যদের নিয়ে শুরু হয় মতবিনিময় সভা।

সভায় বক্তব্য রাখেন ওয়ালটনের যশোর জোনের এরিয়া ম্যানেজার মোহাম্মদ সাব্বির হোসেন, যশোর জোনের ক্রেডিট মনিটর মো. আমিনুর ইসলাম, ওয়ালটন প্লাজা পালবাড়ী মোড় শাখার ম্যানেজার মোহাম্মদ ইমদাদুল হক, ওয়ালটন প্লাজা গাড়ীখানা শাখার ম্যানেজার মো. এনায়েত হোসেন, ওয়ালটন প্লাজা নিউমার্কেট শাখার ম্যানেজার মো. সাইফুল ইসলাম, ওয়ালটন প্লাজা আরএন রোড় শাখার ম্যানেজার মো. শফিকুল ইসলাম এবং গ্রুপ সমিতির প্রধান তানজিলা বেগম।

সভায় ওয়াটন পণ্য সমিতির মাধ্যমে বিক্রয়ের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। যশোর জোনের ক্রেডিট মনিটরিং মো. আমিনুর ইসলাম তার আলোচনায় বলেন, ‘‘বাংলার প্রতিটি মা-বোন স্বপ্ন দেখেন তার ঘর ফ্রিজ, টিভি, হোম অ্যাপ্লায়েন্স দিয়ে সাজানো থাকবে। অনেকের স্বপ্ন থাকা সত্ত্বেও এত টাকা একত্রিত করে স্বপ্নের পণ্য ক্রয় করতে পারেন না। ওই মা-বোনের স্বপ্ন পূরণ করার জন্যই আমরা গ্রুপ/সমিতির মাধ্যমে পণ্য বিক্রয় করছি।’’

তিনি বলেন, ‘‘একজন গ্রুপ সদস্য শতকরা ১০ টাকা জমা দিয়ে পণ্য ক্রয় করার সুযোগ পাবেন। চার মাস পর্যন্ত নগদ মূল্যে পরিশোধের সুযোগ থাকছে। পাশাপাশি প্রারম্ভিক জমার পর, বাকি টাকা সাপ্তাহিক পরিশোধের সুযোগ পাবেন।’’

যশোর জোনের এরিয়া ম্যানেজার মো. সাব্বির হোসেন সদস্যদের মাঝে এলইডি টিভির এক্সচেঞ্জ অফার, ডিজিটাল ক্যাম্পেইন অফার সিজন-০৫ এর বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন।

সভায় সদস্যদের সমিতি নিয়ে বিভিন্ন মতামত শোনা হয়। সদস্য মোছা.  সোনিয়া বেগম বলেন, ‘‘আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটি ফ্রিজ কিনব কিন্তু এতগুলো টাকা একত্রিত করতে পারছিলাম না। পরে আমি গ্রুপের সদস্য হয়ে সীমিত টাকা জমা দিয়ে ফ্রিজ ক্রয় করি। ফ্রিজ ক্রয় করার পর আমার ছোট মেয়ে অনেক খুশি হয়েছে, মেয়েকে খুশি করতে পেরে নিজে খুশি হয়েছি।’’ 

মতবিনিময় সভায় সদস্যদের সাড়া পাওয়া যায় এবং ২১টি পণ্য বিক্রয়ের প্রস্তাবনা আসে। আলোচনা শেষে সদস্যদের মাঝে গ্রুপ/সমিতিভিত্তিক সুযোগ সুবিধার উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সঠিক উত্তর দাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


যশোর/সাকিরুল কবীর রিটন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ