ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৫ থেকে ১০ টাকা কমেছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫ থেকে ১০ টাকা কমেছে সবজির দাম

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির সরবারাহ বেশি থাকায় ৫ থেকে ১০ টাকা কমেছে অধিকাংশ সবজির দাম।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, রায়ের বাজার, কৃষি মার্কেট কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, শিম প্রতি কেজি ৫ টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা, বেগুন ৫ টাকা কমে ২০ টাকা, বরবটি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯০ টাকা, করলা বিক্রি হচ্ছে ৪০ টাকা, মূলা ১৫ থেকে ২০ টাকা, ধুন্দল ৪০ টাকা, নতুন আলু ২৬ টাকা, টমেটো ৩৫ টাকা, শালগম ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, গাজর ৩০ টাকা, শসা ৪০ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা।

প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৬০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৩৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি পিচ ২৫ টাকা, লাল শাক আঁটি ১০ টাকা, পালং শাক ১৫ টাকা, লাউ শাক ১০ টাকা, কলমি শাক ১০ টাকা।

মাছের দাম গত সপ্তাহের তুলনায় আজ একটু বেশি রাখা হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে, চিংড়ি মাছ প্রকারভেদে ৫০০ থেকে ১২০০ টাকা, রুই মাছ ৩৮০ টাকা, কাতল মাছ ৩২০ টাকা, ইলিশ মাছ সাইজ ভেদে ৮০০ থেকে ১৫০০ টাকা, পাঙাশ মাছ ৪৫০ টাকা কেজি, পাবদা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

ঢাকা/হাসিবুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়