ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১.০৩ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১.০৩ শতাংশ

বিদায়ী সপ্তাহে (৫-৯ জুলাই) সূচকের উত্থানে ফিরেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। যার ইতিবাচক প্রভাব পড়েছে বাজার মূলধনে।  গত এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ২২৫ কোটি টাকা বা ১.০৩ শতাংশ।

শনিবার (১১ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ জুলাই) ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ১১ হাজার ৭৭৫ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৫৮৮ টাকা।  আর শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ জুলাই) বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৭০৬ টাকা।  ফলে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ২২৫ কোটি ৪৪ লাখ ৯১ হাজার ১১৮ টাকা বা  ১.০৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৯৪০ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৩৪২ টাকার লেনদেন হয়েছে।  আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৩৪ কোটি ৮১ লাখ ৭২ হাজার ২৪২ টাকার। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৩৯৪ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা বা ৭১.৮০ শতাংশ কম লেনদেন হয়েছে।

এ বাজারে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১৮৮ কোটি ১১ লাখ ২৭ হাজার ৪৬৮ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৭০ লাখ ৪৩ হাজার ৬০ টাকার। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৬৪৫ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ৫৯২ টাকা কম হয়েছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।  প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪২টির বা ৩৯.৬৬ শতাংশের, কমেছে ২২টির বা ৬.১৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৯৪টির বা ৫৪.১৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

ওই সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.৮৩ পয়েন্ট বা ১.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬১.৫৭ পয়েন্টে।


ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়