ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪২, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন।  কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অ্যাসোসিয়েটেড অক্সিজেন উত্তোলিত টাকা দিয়ে নতুন মজুদ ছাউনি ও নতুন প্লান্ট সেড নির্মাণ, নতুন কলকজ্বা ও যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১.৫১ টাকা।  পুর্নমূল্যায়ন ব্যতিত নিট সম্পদ মূল্য (এনএভি) ১৭.৩৭ টাকা।

কোম্পনিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।


ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ