ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবি ব্যাংকের অটোমেটেড চালান সিস্টেম উদ্বোধন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২৩ জুন ২০২১  
এবি ব্যাংকের অটোমেটেড চালান সিস্টেম উদ্বোধন

সম্প্রতি অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সার্ভিসের উদ্বোধন করেছে এবি ব্যাংক ।

বেসরকারী খাতে এবি ব্যাংক-ই প্রথম ব্যাংক হিসেবে এই সার্ভিস চালু করেছে যা বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে।

আরো পড়ুন:

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আহমেদ জামাল, এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল এই অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ডেপুটি গভর্নর জনাব আহমেদ জামাল বলেন, ‘এবি ব্যাংককে বেসরকারি ব্যাংকের মধ্যে সবার আগে অটোমেটেড চালান সিস্টেম চালু করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোহাম্মদ হুসাইন এবং ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।  

এই সার্ভিসের আওতায় এবি ব্যাংকের যেকোন শাখার কাউন্টারে অথবা অনলাইন পদ্ধতিতে নগদে বা চেকের মাধ্যমে ট্রেজারি চালানের অর্থ জমা দেয়া যাবে।

ঢাকা/সুমন/আরিফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়