ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি ও সিবিও কাজী আহ্সান খলিল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১৩ জুলাই ২০২১  
প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি ও সিবিও কাজী আহ্সান খলিল

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে নিয়োগ পেলেন কাজী আহ্সান খলিল।

মঙ্গলবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী আহ্সান খলিল ১৯৮৮ সালে প্রবেশনারি অফিসার হিসাবে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন।  প্রিমিয়ার ব্যাংকে যোগদানের আগে তিনি মধুমতি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন। 

দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং জীবনে তিনি প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এনআরবিসি ব্যাংক লিমিটেড এবং মধুমতি ব্যাংক লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

কাজী আহ্সান খলিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

সুমন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়