ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসলামী ব্যাংক করপোরেট শাখার শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২১  
ইসলামী ব্যাংক করপোরেট শাখার শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকাস্থ করপোরেট শাখাসমূহের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার শনিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মো. হারুনুর রশিদ।

হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার প্রধান একেএম শহীদুল হক খন্দকারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। ব্যাংকের ঢাকাস্থ করপোরেট শাখাসমূহের প্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়