ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় প্রান্তিক কৃষকদের মাঝে এবি ব্যাংকের ঋণ বিতরণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২৩  
খুলনায় প্রান্তিক কৃষকদের মাঝে এবি ব্যাংকের ঋণ বিতরণ

এবি ব্যাংক লিমিটেড খুলনায় ১৫০০-এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। একই অনুষ্ঠানে ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শেষে নারী উদ্যোক্তাগণের মাঝে সার্টিফিকেট ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ-স্মরণে বঙ্গবন্ধু প্রদান করা হয়।

খুলনার টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুকদার আব্দুল খালেক, সম্মানিত মেয়র, খুলনা সিটি কর্পোরেশন।

এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. হাসান রেজা, নির্বাহী পরিচালক, খুলনা অফিস, বাংলাদেশ ব্যাংক, কাজি আমিনুল হক, পরিচালক, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এস এম নজরুল ইসলাম, সভাপতি, খুলনা প্রেসক্লাব, কৃষিবিদ মোহন কুমার ঘোষ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা এবং মুর্শিদা আকতার রনি, সভাপতি, খুলনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা।

/সুমন/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়