ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ বিনামূল্যে দেখা যাবে টফিতে

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:৫৬, ১৭ জানুয়ারি ২০২৫
অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ বিনামূল্যে দেখা যাবে টফিতে

মালয়েশিয়ায় হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের সব ম্যাচ ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি বিনামূল্যে সম্প্রচার (স্ট্রিমিং) করবে। ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “বিশ্বমানের বিনোদন সবার দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক। বাংলাদেশের বাঘিনীরা এগিয়ে যাচ্ছে; তাদের এই অগ্রযাত্রার সহযোগী হতে আমরা আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করব।’’

তিনি আরো বলেন, ‘‘ক্রিকেট ফ্যানরা টফিতে বিনামূল্যে ম্যাচ দেখতে পারবেন। এই উদ্যোগ ক্রীড়াক্ষেত্রে নারীদের সমান প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। সারা দেশের ভক্তরা যেন এই উদযাপনে অংশগ্রহণ করতে পারে এজন্য এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা। বাঘিনীদের জন্য শুভ কামনা।”

ঢাকা/চিশতী/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়