ঢাকা     বুধবার   ১৮ জুন ২০২৫ ||  আষাঢ় ৪ ১৪৩২

এনসিসি ব্যাংকের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৯ মে ২০২৫   আপডেট: ১৪:৩৭, ১৯ মে ২০২৫
এনসিসি ব্যাংকের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এনসিসি ব্যাংকের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম ১৭ মে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের উদ্বোধন করেন। 

প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রাহকদের প্রতিটি প্রয়োজনে নিবেদিত থাকার জন্য ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা শপথ গ্রহণ করেন। 

নূরুন নেওয়াজ সেলিম বলেন, ১৯৯৩ সালের ১৭ মে এনসিসি ব্যাংক যাত্রা শুরু করে। দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এনসিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুশাসন, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে এনসিসি ব্যাংক ইতোমধ্যে দেশের অন্যতম একটি সেরা ব্যাংকে পরিণত হয়েছে। গ্রাহকের আস্থা নিয়ে এনসিসি ব্যাংক এগিয়ে চলেছে এবং ভবিষতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক ৩২ বছরের পথ চলায় আজ বিভিন্ন আর্থিক মানদণ্ডে একটি ভালো ব্যাংক হিসেবে স্টেক হোল্ডারদের কাছে সমাদৃত হচ্ছে এবং এটা মূলত স্বচ্ছতা, জবাবদিহিতা, নিয়মাবর্তীতা এবং কর্পোরেট সুশাসনেরই প্রতিফলন।

এ উপলক্ষ্যে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

শান্ত//


সর্বশেষ

পাঠকপ্রিয়