ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজারে দরপতন অব্যাহত 

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ১৯ মে ২০২৫  
পুঁজিবাজারে দরপতন অব্যাহত 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৯ মে) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিনে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.২১ পয়েন্ট কমে ১ হাজার ৪১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৮.৩০ পয়েন্ট কমে ১ হাজার ৭৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৫টি কোম্পানির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত আছে ৭০টির।

এদিন ডিএসইতে মোট ২৮৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৮.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১৭৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৩.৩৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৭০ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.৯১ পয়েন্ট কমে ৮৫৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬৬.৪৫ পয়েন্ট কমে ১১ হাজার ৪০৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৬টি কোম্পানির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত আছে ২৯টির।

সিএসইতে ১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
 

ঢাকা/এনটি//

সর্বশেষ

পাঠকপ্রিয়