সিটি ব্যাংকের নতুন ডিএমডি আশানুর রহমান
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
সিটি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. আশানুর রহমান, যিনি এতদিন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার ছিলেন।
শনিবার (২৪ মে) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশানুর রহমানের পদোন্নতির খবর জানানো হয়।
সেখানে বলা হয়, আশানুর রহমান ২০০৪ সালে মার্কেন্টাইল ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে তিনি সিটি ব্যাংকে যোগ দেন। সেসময় ব্যাংকের ক্রেডিট, লিগ্যাল ও রিকভারি কার্যক্রমে মৌলিক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং এই ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রতিষ্ঠা করেন।
তিনি রয়্যাল ব্যাংক অব কানাডায় পাঁচ বছর কাটিয়ে ২০১৯ সালে আবার সিটি ব্যাংকে ফেরেন এবং চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন। এরপর তিনি সিটি ব্যাংকের একাধিক কৌশলগত উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাংকাস্যুরেন্স চালু করা।
আশানুর বর্তমানে ব্যাংকের সেটেলমেন্ট কমিটি, কেপিআই ড্রাইভিং কমিটি, রিওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন কমিটি, একাধিক স্ট্র্যাটেজিক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সদস্য।
২০ বছরের বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন আশানুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিআইবিএম থেকে স্নাতক করেন। কানাডায় তিনি ইনভেস্টমেন্ট ফান্ডস বিষয়ে পড়েছেন।
ঢাকা/রাজীব