ওয়ালটন হাই-টেকে বিশেষ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র কর্পোরেট অফিস বসুন্ধরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের উপস্থিতিতে বিশেষ অগ্নিনির্বাপণ ও জরুরি বহির্গমন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ওয়ালটন হেডকোয়ার্টার্সে এ বিশেষ মহড়ার আয়োজন করা হয়। এতে ওয়ালটন হেড কোয়ার্টার্সের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অগ্নিনির্বাপণ ও অন্যান্য বহির্গমন ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা ও ব্যবহারিক প্রয়োগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন তারা।
ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর শেখ মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় অগ্নি মহড়ায় ভাটারার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রাজু আহমেদ অংশগ্রহণ করেন।
অগ্নি মহড়ায় জরুরি পরিস্থিতিতে নিরাপদ বহির্গমণ পদ্ধতি, বহণযোগ্য অগ্নিনির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ, অগ্নিকান্ড বড় আকার ধারণ করলে ফায়ার সেইফটি টিম ও বাংলাদেশ ফায়ার সার্ভিস টিমের যৌথ প্রচেষ্টায় অগ্নি নিয়ন্ত্রণ, গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ, আহত ব্যক্তিকে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ মহড়া করা হয়।
এছাড়া জরুরি বহির্গমন মহড়ায় ফায়ার এক্সটিংগুইসার, ফায়ার হাইড্রেন্টের ব্যবহারিক প্রয়োগ, আগুন লাগলে ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে করণীয় এবং আহত ব্যক্তিদের উদ্ধার ও নিরাপদ প্রস্থান বিষয়ে আলোচনা হয়।
অগ্নি মহড়ার প্রধান অতিথি হিসাবে ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. নজরুল ইসলাম সরকার উপস্থিত থেকে সবার উদ্দেশ্যে নিরাপদ বহির্গমণ, অগ্নিনির্বাপন ও আহত ব্যক্তিদের উদ্ধার বিষয়ে প্রশিক্ষণ মহড়ার প্রয়োজনিয়তা এবং গুরুত্ব বর্ণনা করে বক্তব্য রাখেন।
তিনি বলেন, ‘‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে অগ্নিনিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয়। মূলত, অগ্নিনির্বাপণ ব্যবস্থার অনুপস্থিতি বা অভাব, নির্গমণ পথের স্বল্পতা এবং সর্বোপরি প্রশিক্ষণ ও সচেতনতার অভাব বড় ধরনের ক্ষয়-ক্ষতির জন্য দায়ী। অসতর্কতা অগ্নিকাণ্ডের প্রধান কারণ। তাই, প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকটাই কমে যাবে।’’
প্রসঙ্গত, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়। আপৎকালীন সময়ে সুশৃঙ্খলভাবে সব কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুততম সময়ে নিরাপদে সরিয়ে নেওয়া ও কোম্পানির সম্পদ রক্ষার জন্য এই মহড়াটি কয়েকটি কার্যকরী দলে বিভক্ত ছিল।
ঢাকা/হাসান//