পূবালী ব্যাংকের ৪২তম এজিএম অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

পূবালী ব্যাংক পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। এতে পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ- মনির উদ্দিন আহমদ, হাবিবুর রহমান, এম. কবিরুজ্জামান ইয়াকুব, আজিজুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মুস্তফা আহমদ, আরিফ আহমেদ চৌধুরী ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়াররহোল্ডাররা অংশগ্রহণ করেন।
এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এবং কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমান যুক্ত ছিলেন।
৪২তম বার্ষিক সাধারণ সভায় পূবালী ব্যাংক পিএলসির শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে ৩১ ডিসেম্বর ২০২৪ সালের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়।
ঢাকা/ইভা