ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্রেডিট কার্ডের ১৫০ কোটি টাকার মাইলফলক অতিক্রম কমিউনিটি ব্যাংকের

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২১ জুন ২০২৫  
ক্রেডিট কার্ডের ১৫০ কোটি টাকার মাইলফলক অতিক্রম কমিউনিটি ব্যাংকের

ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিং পোর্টফোলিও ১৫০ কোটি টাকা অতিক্রম করেছে কমিউনিটি ব্যাংক। যা ব্যাংকের আর্থিক উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই অর্জন উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকায় একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এই সাফল্যে অবদান রাখা সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিজের বক্তব্যে কিমিয়া সাআদত উল্লেখ করেন, মাত্র চার বছরের মধ্যে ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ড চালুর পর এই অভাবনীয় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা গ্রাহকদের আস্থা এবং বাজারে ব্যাংকের শক্ত অবস্থানের প্রমাণ। তিনি কার্ড ব্যবসায় টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের প্রতি ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে তিনি ঘোষণা দেন, কমিউনিটি ব্যাংক খুব শিগগিরই আরো আধুনিক ও গ্রাহককেন্দ্রিক কার্ড পণ্য চালু করতে যাচ্ছে, যার মধ্যে থাকবে ভিসা চিপ ডেবিট কার্ড, ভিসা সিগনেচার, ভার্চুয়াল কার্ড, কো-ব্র্যান্ডেড কার্ড, মাস্টারকার্ড এবং এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস সুবিধাসহ আরো অনেক কিছু; যা আধুনিক গ্রাহকের চাহিদা ও জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা, যাদের মধ্যে ছিলেন ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কর্পোরেট ব্যাংকিং এবং হেড অব বিজনেস (ব্রাঞ্চ), জাহির আহমেদ, হেড অব কার্ডস; মামুন উর রহমান, হেড অব এডিসি এবং হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিমসহ অন্যান্য বিভাগীয় প্রধান ও নির্বাহীরা।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়