ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন স্বতন্ত্র পরিচালক আকতার মতিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২১ জুন ২০২৫   আপডেট: ২২:৩৫, ২১ জুন ২০২৫
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন স্বতন্ত্র পরিচালক আকতার মতিন চৌধুরী

ওয়ালটন হেডকোয়ার্টার্সে আকতার মতিন চৌধুরী

গাজীপুরের চন্দ্রায় দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির স্বতন্ত্র পরিচালক আকতার মতিন চৌধুরী, এফসিএ, এফসিএস।

উল্লেখ্য, আকতার মতিন চৌধুরী তার ৫০ বছরেরও বেশি সুদীর্ঘ পেশাগত কর্মজীবনে দেশ-বিদেশের আর্থিক ও করপোরেট খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

শনিবার (২১ জুন) সকালে প্রথমবারের মতো হেডকোয়ার্টার্স পরিদর্শনে আসা স্বতন্ত্র পরিচালককে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. ইউসুফ আলী।

আরো পড়ুন:

তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের এএমডি এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ)।

ওয়ালটন হেডকোয়ার্টার্সে কম্প্রেসার ম্যানুফ্যাকচারিং প্লান্টস পরিদর্শন করেন আকতার মতিন চৌধুরী


হেডকোয়ার্টার্সে ওয়ালটন রেফ্রিজারেটর, ফাসেনার, মোল্ড ও ডাই এর চিফ বিজনেস অফিসারসহ ওয়ালটন হেডকোয়ার্টার্সের হেড অব অ্যাডমিন মেজর (অব.) জাহিদ হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর রফিকুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বতন্ত্র পরিচালক আকতার মতিন চৌধুরী।

এরপর তিনি ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ রেফ্রিজারেটর, কম্প্রেসর, মোল্ড ও ডাই, মেটাল কাস্টিং ইত্যাদি পণ্যের ম্যানুফ্যাকচারিং প্লান্টস সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন স্মার্ট প্রোডাক্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও আইওটি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জেনে মুগ্ধ হন।

ওয়ালটন হেডকোয়ার্টার্সে সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন আকতার মতিন চৌধুরী


এছাড়া তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ওয়ালটন হেডকোয়ার্টার্সে গৃহীত পরিবেশবান্ধব রুফটপ সোলার প্রজেক্টসহ এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বাংলাদেশের সর্ববৃহৎ ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেটাল ও প্লাস্টিক রিসাইকেল সংক্রান্ত পদক্ষেপসমূহ সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ঢাকা/পলাশ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়