রপ্তানি ব্যবসার ভিত নড়ে ওঠার শঙ্কা আনিসুলের
এনআর || রাইজিংবিডি.কম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে দুই বিদেশি হত্যাকাণ্ডের মতো আর পাঁচটি হত্যাকাণ্ড হলে রপ্তানি ব্যবসার ভিত নড়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের যৌথ সভায় এসব কথা বলেন তিনি। আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফলের লক্ষ্যে এ যৌথ সভার আয়োজন করে আওয়ামী লীগ।
সম্প্রতি দেশে দুজন বিদেশি হত্যার ঘটনা উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘আমরা সবাই ব্যবসায়ী। এখানেও অনেকেই ব্যবসায়ী। আমি নিজেই এক্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত। এই যে ঘটনাগুলো ঘটছে। এগুলোকে দলীয় প্ল্যাটফর্ম ছাড়াও নিন্দা করা উচিত। কারণ এই বিদেশি হত্যার ঘটনাকে অতীতের সকল হত্যাকাণ্ডের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ একটি দেশে রাজনৈতিক ঝামেলা বা মতানৈক্য যে বিরোধের সৃষ্টি করে, তার চেয়েও এই দুটি ঘটনা বেশি প্রভাব ফেলেছে ।’
আনিসুল হক বলেন, রপ্তানি ব্যবসার ওপর এই দেশ দাঁড়িয়ে আছে। আর এ রকম হত্যাকাণ্ড যদি এ দেশে আরো পাঁচটা হয়, তাহলে কিন্তু এ ব্যবসার ভিত নড়ে যাবে। তাই ব্যবসায়িক ও নাগরিক দৃষ্টিভঙ্গি থেকে সবাই মিলে এমন হত্যাকাণ্ডের প্রতিবাদ করা উচিত বলে উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুর রাজ্জাক, ফারুক খান, আবদুস সাত্তার, আবদুস সোবহান গোলাপ, ফজিলাতুন নেসা ইন্দিরা, দক্ষিণের মেয়র সাঈদ খোকন ও কাউন্সিলররা।
রাইজিংবিডি/ঢাকা/২৯ অক্টোবর ২০১৫/এনআর/দিলারা/এএন
রাইজিংবিডি.কম