ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্যার ফজলে হাসান আবেদ পুনরায় ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১৪ মার্চ ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
স্যার ফজলে হাসান আবেদ পুনরায় ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার

স্যার ফজলে হাসান আবেদ সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।
দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদান করার লক্ষ্য নিয়ে ২০০১ সালে স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা করেন। ওই বছরের জুলাই থেকে ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত তিনি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনাব আবেদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন। গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সালে তিনি ব্র্যাক প্রতিষ্ঠা করেন। এটি বর্তমানে বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও ১০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।

রাইজিংবিডি২৪.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়